চকরিয়া পৌরসভা প্রতিনিধি।
চকরিয়া পৌরসভায় কৃষক ও শ্রমিকদের সাথে গণসংযোগ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও মজলুম জননেতা আব্দুল্লাহ আল ফারুক।
৩০ আগষ্ট রোজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষকবান্ধব নীতি প্রণয়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামাতের সম্মানিত আমির জনাব আরিফুল কবির সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী।
গণসংযোগে স্থানীয় কৃষক-শ্রমিকরা আব্দুল্লাহ আল ফারুককে তাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন এবং সমাধানের আশা প্রকাশ করেন।
এ সময় বিভিন্ন পেশার মানুষ তাকে স্বাগত জানান ও পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।