
কক্স২৪নিউজ ডেস্ক।
জামায়াতে ইসলামীর নেতৃত্বে প্রক্রিয়াধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস লড়বে ২০টি আসনে।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ ১০ দল। এই ২৫৩ আসনের মধ্যে মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে নির্বাচনী মাঠে লড়াইয়ের জন্য় ২০টি আসন জামায়াতে ইসলামীকে ১৭৯টি আসন দেওয়া হয়।