
আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে এবং কোন প্রক্রিয়ায় আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এ বিষয়ে সিদ্ধান্ত এখনই নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।