
কক্স২৪নিউজ ডেস্ক।
সারা দেশে বইছে ভোটের আমেজ। উৎসাহ-উদ্দীপনার মধ্যে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। নির্বাচনে অংশ নিতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা জমা করেন। নির্বাচন কমিশন রাত ৯টার দিকে জানায়, সারা দেশে ৩০০ আসনে ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। এদিকে মনোনয়ন ফরম জমার শেষ দিন হিসেবে গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো ব্যস্ত সময় পার করেছে। একের পর এক প্রার্থীরা ফরম জমা দিতে আসেন সকাল থেকেই। আর এই ব্যস্ততা চলে বিকাল ৫টা পর্যন্ত। যদিও সকাল থেকে গুঞ্জন ওঠে, তফসিলে সংশোধন এনে মনোনয়ন দাখিলের সময়সীমা আরও বাড়ানো হবে। কিন্তু শেষ অবধি ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সময় আর বাড়ানো যাবে না।
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল দিনভর দেশের দশটি অঞ্চলে ৬৪ জেলায় ৩০০ আসনেই প্রার্থীরা মনোনয়ন ফরম জমা করেন। সোমবার শেষ দিন পর্যন্ত ৩ হাজার ৪০৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই সময়ে ২ হাজার ৫৮২ জন তা জমা করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এর মধ্যে, ঢাকা অঞ্চলে ৪১টি আসনে মনোনয়ন সংগ্রহ করেন ৬৩৮ জন। জমা দিয়েছেন ৪৪৪ প্রার্থী। রংপুর অঞ্চলের ৩৩টি নির্বাচনী এলাকায় ৩৩৮ জন ফরম সংগ্রহ করেছিলেন। তার মধ্যে জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে ৩৯টি নির্বাচনী এলাকায় মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৩২৯ এমপি প্রার্থী। জমা দিয়েছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে ৩৬টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৩৫৮ প্রার্থী। আর জমা দেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে ২১টি নির্বাচনী এলাকায় ২১২ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। কিন্তু শেষ পর্যন্ত দাখিল করেন ১৬৬ জন। ফরিদপুর অঞ্চলে ১৫টি নির্বাচনী এলাকা ১৬৫ জন সংগ্রহের বিপরীতে জমা করেন ১৪২ এমপি প্রার্থী। ময়নসিংহ অঞ্চলে ৩৮টি আসনে ৪০২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর জমা দিয়েছেন ৩১১ এমপি প্রার্থী। সিলেট অঞ্চলের ১৯টি আসনে ১৭৬ জন মনোনয়ন সংগ্রহ করলে জমা করেন ১৪৬ প্রার্থী। অন্যদিকে কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে মোট সংগ্রহ করেছিলেন ৪৯৬ সংগ্রহ করার বিপরীতে ৩৬৫ প্রার্থী জমা করেন। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনের মধ্যে ২৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দাখিল করেন ১৯৪ জন প্রার্থী।