
চকরিয়া উপজেলা প্রতিনিধি।
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোক্তার আহমেদ এর পরিবারকে সমবেদনা জানাতে ও খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল্লাহ-আল-ফারুক।
২১ ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী লামার পাড়া এলাকার বাসিন্দা মোক্তার আহমদের বসতবাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার খবর পেয়ে ২২ ডিসেম্বর সোমবার বিকেলে জননেতা আব্দুল্লাহ-আল-ফারুক ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান। তিনি আগুনে ভস্মীভূত বাড়িটি পরিদর্শন করেন এবং মোক্তার আহমদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় স্থানীয়রা জননেতা আব্দুল্লাহ-আল-ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।