
মহেশখালী উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মহেশখালী-কুতুবদিয়া দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে ভূমিকা পালন শুরু করেছে। দেশ ও বিদেশের কাছে মহেশখালী একটি পরিচিত নাম। এই জনপদের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য প্রয়োজন একজন সৎ, যোগ্য ও ডায়নামিক নেতৃত্ব। সেই নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের সাবেক এমপি ও জাতীয় নেতা হামিদুর রহমান আযাদ। যিনি মহেশখালী-কুতুবদিয়ার সামগ্রিক উন্নয়ন ও জনমানুষের জীবনমান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
২৩ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার ২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসন নির্বাচন পরিচালনা কমিটির এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আসন পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন, ২০২৪-এর ৫ আগস্টের পর বাংলাদেশ এক নতুন মোহনায় উপনীত হয়েছে। দেশ কে নতুন করে বিনির্মাণের সুযোগ এসেছে। জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ যেন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি সকল পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কঠোর পরিশ্রমের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বার্তা ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন আসন সচিব জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামীম ইকবাল, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উপজেলা উত্তর সেক্রেটারি মাস্টার বশীর আহমদ, দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জামায়াতনেতা সৈয়দুল হক সিকদার, অ্যাডভোকেট নূরুল ইসলাম ও জেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রহিম নূরী প্রমুখ।