
কক্স২৪নিউজ ডেস্ক।
কোরআন ও সুন্নাহর বিরোধী কোনো আইন বা কর্মকাণ্ড বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব ধরনের ফেৎনা থেকে দূরে থাকতে হবে। মসজিদ যেন রাজনৈতিক বিতর্কের স্থান না হয়, সেদিকে খতিব ও ইমামদের সতর্ক থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদের রাজনীতি দেশে অস্থিতিশীলতা তৈরি করেছিল, তাই পুনরায় যেন সেই রাজনীতি ফিরে না আসে, সে জন্য ধর্মীয় নেতাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
একই সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নামাজের ইমাম যখন সত্যিকারের ইমাম হবেন, তখনই জাতির মুক্তি আসবে। এ দেশে আইন চলবে কুরআনের ভিত্তিতে। মানবিক সমাজ কায়েমের জন্য কুরআনিক ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।”
জামায়াত আমির আরও বলেন, “মসজিদ কমিটি হবে খতিব ও ইমামদের পরামর্শে। খতিব–ইমাম কারও করুণার পাত্র হতে পারে না। সমাজের ফয়সালা আসবে মসজিদের মিম্বার থেকেই।”
তিনি আরও উল্লেখ করেন, জাতির শান্তি ও স্থিতিশীলতা ফিরবে তখনই, যখন সমাজ নবীজী (সা.)–এর দেখানো পথে ফিরে যাবে। প্রচলিত তন্ত্র–মন্ত্র বা দলীয় স্বার্থে গড়া আইনে স্থায়ী শান্তি কখনই প্রতিষ্ঠিত হবে না।
ইমাম ও খতিবদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে দেশজুড়ে মসজিদ–ভিত্তিক সামাজিক নেতৃত্ব, ইসলামি শিক্ষার সুরক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর বিস্তারিত আলোচনা হয়।