
চকরিয়া উপজেলা প্রতিনিধি।
আজ ২৩/১১/২০২৫ রবিবার মারকাযুল হিকমাহ মাদ্রাসা, চকরিয়া এর শিক্ষার্থীদের হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব, প্রধান অতিথি, জনাব রুহুল আমীন,বিষয় অতিথি জনাব আবু সালাম,জনাব মাওলানা বাক্বি বিল্লাহ,জনাব মাস্টার রেজাউল করিম সাজ্জাদ
অভিভাবক, জনাব মাওলানা ইউনুস ও মাওলানা নবী হোছাইন।অত্র মাদ্রাসার হিফয শিক্ষক ও এলাকার মেহমানবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক: হাফেজ মাওলানা জাকারিয়া কাতেবী।
উপস্থিত সকলেই প্রতিষ্ঠানে সফলতা দেখে আনন্দিত হয়েছেন এবং ভবিষ্যত উত্তরোত্তর সফলতার জন্য দোয়া করেন। এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা জাকারিয়া কাতবী উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার জন্য দোয়া চান।
এতে দুই জন ছাত্র হিফয শেষ করেছে
১. মোঃ আবতাহি বিন ইউনুস আনাস
২. ফাহমিদুল হাসান সাইম
এক জন ছাত্র হিফয শুরু করেছে মিলহান বিন নূর হোছাইন তাকে সবক প্রদান করা হয়।
সবশেষে ছাত্রদের হাতে ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।


