
চকরিয়া উপজেলা প্রতিনিধি।
চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক পরিবহন শ্রমিক সমাবেশ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ডুলহাজারা মারুফিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
তিনি বলেন, “আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে পরিবহন সেক্টরে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেবো না; ইনশাআল্লাহ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবো। শ্রমিকদের আমাকে দেখতে কোনো ‘গেট পাস’ লাগবে না। তাদের অধিকার ও সম্মান নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।”
তিনি আরও বলেন, পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে তাদের প্রাপ্য অধিকার চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।
শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোজাম্মেল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম, উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সাঈদ, ডুলাহাজারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহীদুল ইসলাম ও চকরিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের।
ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জামায়াত নেতা হোবাইব আজম, মোহাম্মদ এহসানসহ শতাধিক শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।