
কক্স২৪নিউজ আন্তর্জাতিক ডেস্ক।
মিশরিয় ভূতত্ত্ববিদ, বিশিষ্ট কুরআন গবেষক— ড. জাগলুল নাজ্জার জর্ডানের রাজধানী আম্মানে ৯২ বছর বয়সে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ড. জাগলুল পবিত্র কুরআনের বিজ্ঞান ভিত্তিক তাফসিরের জন্য সুপরিচিত ছিলেন। তিনি তাফসিরুল আয়াত আল কাউনিয়্যাহ-সহ অসংখ্য গ্রন্থের প্রনেতা। আমার মাস্টার্স থিসিসে কুরআনে ভ্রুণতত্বের উপর ড. জাগলুল এবং তানতাওয়ি জাওহারির ইন্টারপ্রিটেশনের একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছিলাম।
ড. জাগলুল নাজ্জার ১৯৩৩ সালের ১৭ নভেম্বর মিসরে জন্মগ্রহণ করেন। ভূতত্ত্ববিদ হওয়া সত্ত্বেও কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং মহাজাগতিক আয়াতের তাফসিরের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তার রচিত ‘তফসিরুল আয়াত আল-কাওনিয়্যা’ গ্রন্থটি কোরআনের আয়াতসমূহের আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।