কক্স২৪ নিউজ ডেস্ক।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবে ভারতীয় হেজেমনি আর ফ্যাসিবাদী অপশক্তির একসঙ্গে পতন হয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদ এখনো নিষ্কৃয় হয়নি। তারা এক এক বার এক এক রূপ ধরে ফিরে আসতে চায়। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। আর তা হলো পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ হোক কিংবা জাতীয় পার্টি তাকে প্রতিহত করতে হবে। নইলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও নির্বাসন থেকে দেখা হাসিনার ফ্যাসিবাদ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছিল রাজনৈতিক ফ্যাসিবাদ। তারা একটি সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তিকে তৈরি করেছিলো। এই সাংস্কৃতিক ফ্যাসিস্ট শক্তিই ১৬ বছর ধরে জনগণের ওপর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছিলো। আর এই সাংস্কৃত ফ্যাসিবাদের নেতৃত্ব দিয়েছিলো সাংবাদিকরা। ফ্যাসিবাদের বয়নটা শক্তিশালী করেছে মিডিয়ার একটি বড় অংশ। সেটি আমাদের ভুলে গেলে চলবে না।