কক্সবাজার প্রতিনিধি।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই বিপ্লবের বছর পার হলেও ঐক্যমতের ভিত্তিতে এখনো জুলাই সনদ ঘোষিত হয়নি। যার কারণে দেশের মানুষ, তরুণ প্রজন্ম এবং বিপ্লবের স্টেক হোল্ডাররা উদ্বিগ্ন। আমরা সরকার কে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে নতুন বাংলাদেশের রূপরেখা জাতির সামনে তুলে ধরার জন্য দাবি জানাচ্ছি। ২৭ জুলাই (রবিবার) বিকাল ৩টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা আমীর আরো বলেন, জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছে। সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে বাংলাদেশ কে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আঠারো কোটি মানুষের স্বপ্ন এবং আকাংখাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানসহ উপজেলা আমীর ও সেক্রেটারি।