কক্স২৪ নিউজ ডেস্ক।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী, কক্সবাজার শহর আমীর, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া কাংখিত সোনার মানুষ তৈরি করা সম্ভব নয়।
তিনি বলেন, বৈষম্যহীন মেধানির্ভর রাষ্ট্র বিনির্মাণে আজকের কৃতি শিক্ষার্থীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মো. মিসবাহুল করিম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রিমন, কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম ও বদরখালী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ওমর আলী, কুতুব উদ্দিন, হামিদ উল্লাহসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।