কক্স২৪নিউজ ডেস্ক।
তুরস্কের মধ্যাঞ্চলে দাবানলে ১০ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির কৃষি ও বন বিষয়কমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন বলছে, সোমবার সাকারিয়া প্রদেশে শুরু হওয়া দাবানলের ছড়িয়ে পড়ে দেশটির মধ্যাঞ্চলে। সেয়িতগাজী জেলায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ২৪ জন ফায়ার সার্ভিস সদস্যের একটি দল।
এ সময় বাতাসের গতিপথ পরিবর্তন হলে, দাবানলের মধ্যেই আটকা পড়েন তারা। এতে ১০ জন মারা যান এবং ১৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখনও দাবানলে পুড়ছে তুরস্কের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চল।