নিউজ ডেস্ক।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে দাঁড়াল ২৫ জনে। শিক্ষার্থীসহ আহত হয়েছেন ১৭০ জনের বেশি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশ শিক্ষার্থীর ৭০-৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান।
এরআগে সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমান। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা রুমে। হতাহত হয় শিক্ষার্থী-শিক্ষকসহ ওই ভবনের অনেকে। নিহত হয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।