নিউজ ডেস্ক।
নতুন আবেদন করা বেশিরভাগ রাজনৈতিক দলকে ফের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ভাষ্য, প্রতিটি দলের তথ্যে ব্যাপক ঘাটতি রয়েছে। আজ মঙ্গলবার প্রথম ধাপে ৬০ দলকে চিঠি দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকি ৮০ দলকে চলতি সপ্তাহের মধ্যে চিঠি পাঠাবে কমিশন। তবে নিবন্ধনের ন্যূনতম যোগ্যতা রয়েছে এমন কয়েকটি দলকে মাঠের তথ্য তদন্ত করার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গতকাল সোমবার আমার দেশকে বলেন, মোট ১৪৭টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। আমাদের কর্মকর্তারা তথ্য যাচাই করে দেখেছেন প্রত্যেকের কাগজেই ঘাটতি রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তথ্য চেয়ে ১৫ দিন সময় দিয়ে তাদের চিঠি দেব। মঙ্গলবার প্রথমে ৬০ দলকে, পরবর্তীতে সবাইকে দেওয়া হবে।
ইসির নিবন্ধন শাখায় খোঁজ নিয়ে জানা যায়, কেউ এক পৃষ্ঠার আবেদন করে নিবন্ধন চেয়েছে, কারো আবেদন দুই পৃষ্ঠার এবং কারো চার পৃষ্ঠার। আবার নিবন্ধনের শর্তানুযায়ী ২২ জেলা ও ১০০ উপজেলায় কমিটি থাকার কথা থাকলেও বেশিরভাগেরই তা নেই। বলা যায়, অসংগতিতে ভরপুর। রেওয়াজ অনুযায়ী সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে। এবার শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য না দিলে তাদের বাদ দেওয়া হবে।