স্টাফ রিপোর্টার।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে ছেলের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে নারায়ণ চন্দ্রকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। গত ১৭ জুন হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের আগাম জামিন শেষে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে নারায়ণ নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথের ফল প্রকাশের পর জালিয়াতির অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত নির্দেশনায় ছেলের ফল বাতিলসহ নারায়ণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
মামলার অন্য তিন আসামি হলেন নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং তৎকালীন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
অভিযোগপত্রে বলা হয়, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে থাকাকালে নারায়ণ চন্দ্র নাথ নিজের ছেলের ফলাফল জিপিএ-৫ দেখাতে বোর্ডের প্রযুক্তিগত বিভাগকে ব্যবহার করেন। মামলাটি দায়ের করেন বর্তমান সচিব অধ্যাপক একেএম সামছু উদ্দিন আজাদ।