চকরিয়া প্রতিনিধি।
চকরিয়ার মানিকপুর পুরাতন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
গতকাল শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “মানবিক বিপদে মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, ক্ষমতার জন্য নয়।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা ছৈয়দ করিম, সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা, ইউনিয়ন জামায়াত সভাপতি মাষ্টার মিনহাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এমপি প্রার্থীর এ সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের অন্তত ২৮ জন সদস্য মানবেতর জীবনযাপন করছেন।