নিউজ ডেস্ক।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বর্তমান সংবিধান পরিবর্তন করতে হবে। তিনি বলেন, “বর্তমান সংবিধান আওয়ামী সংবিধান। এটি পরিবর্তন না হলে ফ্যাসিবাদ নির্মূল হবে না।”
বৃহস্পতিবার (৩ জুলাই) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারীতে এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে, সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে day’s কার্যক্রম শুরু করে এনসিপি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও ফ্যাসিবাদী তন্ত্র রাষ্ট্রযন্ত্রে রয়ে গেছে। এ থেকে মুক্ত না হলে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।”
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না। জনগণের কাছে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”
তিনি অভিযোগ করেন, “আওয়ামী সন্ত্রাসীরা এখনো অনলাইনে সক্রিয় এবং দেশে গা ঢাকা দিয়ে রয়েছে। এনসিপির ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “গণঅভ্যুত্থানের যোদ্ধারা যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।”
পথসভায় আরও বলা হয়, পরাজিত রাজনৈতিক শক্তির রেখে যাওয়া পুরোনো কাঠামো বদলানো ছাড়া নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। নেতারা দাবি করেন, “জুলাই পদযাত্রায় জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে, তারা পরিবর্তন চায়। সেই পরিবর্তন এনসিপি বাস্তবায়ন করেই ছাড়বে।”