স্পোর্টস ডেস্ক।
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। রোববার (২৯ জুন) রাতে যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে লিওনেল মেসিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে লুই এনরিকের শিষ্যরা। নিজের সাবেক ক্লাবের সাথে হেরে অবশ্য ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মেসির ইন্টার মায়ামি।
এ ম্যাচে বলতে গেলে নিষ্প্রভ ছিলেন আট বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ফলে সমালোচনায় বিদ্ধও হয়েছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ট্রল করছেন সমালোচকরা। অনেকেই বলছেন মেসি তার সেরা সময় পার করে এসেছেন। এখনই সময় অবসরে চলে যাওয়ার।
মেসিকে নিয়ে এমন ট্রলের পর চটেছেন তার সাবেক সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিস এই কিংবদন্তির মতে মেসি হারেননি, হেরেছে মায়ামি।
ফ্রেঞ্চ গণমাধ্যম ‘ফুট মেরকাটো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেসির হার? না না, এটা তার ব্যর্থতা নয়! মেসি হারেনি, ইন্টার মায়ামি হেরেছে! তুমি কি দলটা দেখেছ? মেসি যেন পাথরের মূর্তিদের সঙ্গে খেলছে! যদি সে পিএসজি, ম্যানচেস্টার, বা অন্য কোনো বড় দলে থাকত, তাহলে সে আজও আগুন ঝরাতো।’
তিনি আরও বলেন, ‘পিএসজির বিপক্ষে ম্যাচটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- মেসি সতীর্থদের সাথে নয়, যেন মূর্তি নিয়ে খেলেছে।’
ইব্রা বলেন, ‘মেসি খেলে শুধু তার খেলাটার প্রতি ভালোবাসা থেকে, কারণ সে এখনো এমন কিছু করতে পারে যা ৯৯ শতাংশ খেলোয়াড় পারে না! কিন্তু তার আশেপাশের খেলোয়াড়রা যেন পিঠে সিমেন্টের ব্যাগ বয়ে বেড়ায়! ওখানে না আছে কোচ, না আছে পরিকল্পনা, না আছে ফুটবল বুঝে চলার মতো খেলোয়াড়।’
এছাড়াও সমালোচকদেরও এক হাত দিয়েছেন এই তারকা ফুটবলার। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘তোমরা মেসিকে দোষ দিতে চাও? যখন সে রোনালদো, এমবাপে, হালান্ড, বা আমার সঙ্গে খেলেছে, তখন বলো! আজকের এই দল নিয়ে নয়!’
ইব্রার মতে, মেসির সামর্থ্য এখনও আগের মতোই আছে। শুধু প্রয়োজন একটি প্রতিযোগিতামূলক দল। “যদি তাকে একটি সত্যিকারের দল দেওয়া হয়, তাহলে সে আবার স্টেডিয়াম পুড়িয়ে দেবে। কারণ, মেসি এখনও সেই মেসি। কিন্তু আজ? এটা তার হার নয়, এটা ফুটবলের পরাজয়,” বলেন সুইডিশ কিংবদন্তি।