এম তাউসিফুল ইসলাম পেকুয়া উপজেলা প্রতিনিধি।
জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে ২১ জুন সকাল ৯টায় উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন দেশ ও দেশের মানুষের জন্য এক নতুন ইতিহাস সৃষ্টি করবে। বৈষম্যহীন ও দুর্নীতি-সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। ছোট-খাট ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে সকল ইসলামী দলের পক্ষ থেকে ভোটের বাক্স একটিই হোক এটাই দেশবাসী প্রত্যাশা করছেন। তিনি আরো বলেন, জামায়াতের রুকনরাই সংগঠনের মূল চালিকা শক্তি। রুকনদের কে আমলে-আখলাকে ও মুয়ামেলাতে অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী হতে হবে। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতমুখী জীবন গঠনে সর্বদা আল্লাহ ভীতি ও কুরআন -হাদীস অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী জনশক্তি ও সংগঠন কায়েম করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান। উপজেলা সেক্রেটারি ডা. নূরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা নায়েবে আমীর ডা. জেএম শাহাবুদ্দিন, কর্মপরিষদ সদস্য দিদারুল ইসলাম, অধ্যাপক নূরুজ্জামান মনজু, মাওলানা নূর মোহাম্মদ, চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, জয়নাল আবেদীন প্রমুখ।