খেলার বার্তা।
প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলা শান্ত দ্বিতীয় ইনিংসে করলেন আরেকটি ফিফটি। থারিন্দু রত্নায়াকের বলে বাউন্ডারি মেরে পঞ্চাশ স্পর্শ করেন শান্ত। তার ফিফটি ছোঁয়ার পরের ওভারেই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা। চতুর্থ দিন শেষে ৫৭ ওভারে তিন উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ১৮৭ রানে এগিয়ে। শান্ত ৫৬ ও মুশফিক ২২ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি থেকে আসে ৪৯ রান। এর আগে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় সেশনের শুরুতে অলআউট হয় ৪৮৫ রানে। নাঈম একাই নেন ৫ উইকেট।
আগামীকাল গল টেস্টের পঞ্চম ও শেষ দিন। বাংলাদেশকে জিততে হলে স্কোরবোর্ডে ভালো পুঁজি তুলে লঙ্কানদের অলআউট করতে হবে। ড্র করতে হলেও ভালো পুঁজি দরকার। কারণ অলআউট করা না গেলেও যেন সারাদিন পার করতে পারে বাংলাদেশ।