চকরিয়া পৌরসভা প্রতিনিধি।
মসজিদ ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষা সম্প্রসারণ করার লক্ষে মধ্যম দিগরপান খালী কেন্দ্রীয় জামে মসজিদের ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন নূরানী কাফেলার সাধারণ সম্পাদক মোঃ এহছানুল হক,নূরানী কাফেলার সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, অত্র মসজিদের সম্মানিত সভাপতি মোঃ আলমগীর,সহ-সভাপতি ছাবের আহমদ, ফাঁসিয়াখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল্লাহ বাহাদুর,রাইজিং স্টার ফাউন্ডেশনের সাবেক সভাপতি নূরানী কাফেলার সদস্য মোঃ রায়হানুল ইসলাম,অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক এইচএম এরশাদ,হাফেজ মাওলানা নুরুল হামিদ,মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আজিজ,
অত্র ফোরকানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা জুলকারনাইন শাহেদ ও মাওলানা মোঃ হাসান হুজুর।
ছেলেমেয়েদেরকে ৮ দোয়া (মসজিদে প্রবেশ বাহির হওয়ার দোয়া +ঘুমাইবার ঘুম থেকে উঠিবার দোয়া +প্রস্রাব খানায় প্রবেশ বাহির হওয়ার দোয়া +খানা শুরু শেষ হওয়ার দোয়া )পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, তাশাহুদ,দরুদ শরিফ,দোয়া মাসুরা দোয়া কুনুত মুখস্থ করার উপর পুরস্কার দেওয়া হয়।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন মসজিদ ভিত্তিক ফোরকানিয়া ছাড়া সমাজ পরিবর্তন ও আদর্শিক নাগরিক তৈরি এবং একজন মানুষকে ধর্মীয় জ্ঞান এই ফোরকানিয়াতেই দেওয়া হয়, সুতরাং প্রত্যেক মসজিদ কমিটিকে ফোরকানিয়াকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।নূরানী কাফেলার এই সুন্দর আয়োজনের জন্য পরিচালনা কমিটি কে ধন্যবাদ জানান এবং সামনে আরো বড় পরিসরে এবং প্রত্যেক মসজিদে এই আয়োজন করার জন্য পরামর্শ দেন।
নূরানী কাফেলার প্রতিষ্ঠাকালীন সকল মৃত & জীবিত, বর্তমান সকল দায়িত্বশীল সহ সকল সদস্যদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।