নিউজ ডেস্ক।
আলেম-উলামা, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহেশখালী উপজেলা উত্তর কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহেশখালী উত্তর এর আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় ও আলোচনা সভায় ড. আযাদ বলেন ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরো বলেন, ধর্ম ও পেশা নির্বিশেষে সবাইকে নিজ নিজ অধিকার ভোগ ও চর্চায় কোন হুমকি সৃষ্টি করা যাবে না।
জনগনের ভোটাধিকার চর্চায় যারা বাধাগ্রস্ত করবে, তাদেরকে প্রতিহত করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন সহ মহেশ খালি উত্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।