শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জামায়াতে ইসলামী দলকে নয় ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায়। ইসলামের বিজয়ের জন্য সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। গত ১০ মাসে দেশে অনেকেই যখন দখল ও চাঁদাবাজিতে ব্যস্ত সেখানে জামায়াতে ইসলামী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে খাল খননসহ অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছে। যেখানে মানবিক বিপর্যয় হয়েছে, সেখানে জামায়াত ছুটে গিয়েছে। তাই জনগণ এখন জামায়াতে ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছেন।
রবিবার (৮জুন) সকাল ৮টায় হামেদিয়া মাদ্রাসার হল রুমে হারবাং ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
তিনি বক্তব্যে আরো বলেন, আমি শুধু জামায়াতে ইসলামীর প্রার্থী নই , আমি বরইতলী-হারবাং বাসী এবং চকরিয়া-পেকুয়ার জনসাধারণের প্রার্থী। তাই দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য আক্তার আহমেদ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, সাবেক আমীর মাস্টার রফিক উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও সেক্রেটারী ডা: নুরুল কবির, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আরিফুর রহমান চৌধুরী মানিক,
পেকুয়া উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, জামায়াতের কর্মী এডভোকেট মুহাম্মদ রিদুয়ানুল করিম।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহেদ উদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, চকরিয়া পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আনোয়ারুল করিম, সাবেক ছাত্রনেতা মুর্শেদুল ইসলাম প্রমুৃখ।