
মোহাম্মদ রাশেদ চকরিয়া উপজেলা প্রতিনিধি।
উৎসবমুখর পরিবেশ ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হাফালিয়া কাটা আদর্শ ছাত্র সংঘ কর্তৃক আয়োজিত ‘শীতকালীন ১০০-বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫/২৬’। আজ বিকেলে চকরিয়া উপজেলার উত্তর পহরচাঁদা হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে পেঠান মাতব্বর পাড়া ক্রিকেট ফ্যামিলিকে ২ রানে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে ব্যাকআপ বয়েজ ট্রফি ফাইটার্স পহরচাঁদা।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাকআপ বয়েজ। আলোকস্বল্পতার কারণে ম্যাচটি ১০০ বলের পরিবর্তে ৮০ বলে নির্ধারিত হয়। নির্ধারিত ৮০ বলে তারা ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ফাহিম উদ্দীন ফাহাদ ।
জবাবে পেঠান মাতব্বর পাড়া ক্রিকেট ফ্যামিলি জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বলের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ব্যাকআপ বয়েজের পক্ষে শুরায়ম দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে।

খেলা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মায়ের দোয়া সেনেটারীর এন্ড হার্ডওয়্যার এর সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ ইমাম হোসাইন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজর চেয়ারম্যান জনাব এইচ এম ওসমান সরওয়ার।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি জনাব সাহেদুল ইসলাম। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ কম্পিউটারের স্বত্বাধিকারী জনাব এম. এ. করিম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাফালিয়া কাটা আদর্শ ছাত্র সংঘের এই প্রশংসনীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দ।
টুর্নামেন্টে পেঠান মাতব্বর পাড়ার শামীম সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সেরা ব্যাটার নির্বাচিত হন ফাহিম উদ্দীন ফাহাদ,
সেরা বোলার রাফি,
সেরা ফিল্ডার সামি,
উদীয়মান প্লেয়ার নির্বাচিত হন মোহাম্মদ হাসনান
এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুরায়ম।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
সমাপনী বক্তব্যে হাফালিয়া কাটা আদর্শ ছাত্র সংঘের পক্ষ থেকে আয়োজকবৃন্দ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় সকল খেলোয়াড়, দর্শক, অতিথি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আয়োজনের মাধ্যমে এলাকায় ক্রিকেটপ্রেম ও ক্রীড়া চর্চা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।