
কক্স২৪নিউজ ডেস্ক।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারী সেক্রেটারি জেনারেল, সমমনা ১০ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক, সাবেক এমপি, জননেতা ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আজ বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তিনি কক্সবাজার জেলাবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।