
কক্স২৪নিউজ আন্তর্জাতিক ডেস্ক।
সৌদি আরব এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চালানো অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে মোট ১৮ হাজার ৮৭৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১১ হাজার ৯৯১ জন আবাসন আইন, ৩ হাজার ৮০৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছিলেন।