
কক্স২৪নিউজ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নির্বাচনের আগেই দেশের একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দাবি করছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশুভ সংকেত। তিনি প্রশ্ন রাখেন, ছাত্রজনতা কি জুলাইয়ের গণআন্দোলনে জীবন দিয়েছে কোনো দলকে মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় বসাতে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, তরুণ সমাজ ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে, আর সেটির প্রমাণ ডাকসু, রাকসু ও চাকসুসহ সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে পাওয়া গেছে। তিনি দাবি করেন, আগামী জাতীয় নির্বাচনেও জনগণ ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতিকেই সমর্থন দেবে।
আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে কেন্দ্র দখল করে কেউ যদি জোরপূর্বক ভোট নেওয়ার চেষ্টা করে, তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হলে তা প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে ঝিকরগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলী উদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন