
শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
গত মঙ্গলবার ১১ই নভেম্বর রাত সাড়ে সাতটায় চকোরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন ২নং ওয়ার্ড বাসিন্দা রাবেয়া বেগম (৫৫) স্বামী আব্দুর রহিমের বাড়িতে সন্ত্রাসীদের হামলায় বাড়িঘর ভাংচুর ও লক্ষাধিক টাকার জিনিসপত্র লুটপাট করেছে।
বাদী রাবেয়া বেগম জানান, আমার ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৮) সে ১নং বিবাদী সেলিমের দোকানে ১২হাজার টাকার চাকুরী করত সেখানে ১০হাজার টাকা পাবে বলে সেলিমের কাছ থেকে টাকা চাইতে গেলে আমার ছেলের উপর রাগান্বিত হয়ে এবং আমাদের পরিবারের সকল সদস্যদের উপরে অশালীন গালি গালাজ এবং মারধর করে এবং বাড়ি ঘরসহ জিনিস পত্র ভেঙে প্রায় নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকাসহ স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
বিবাদীগণ-১/ মোঃ সেলিম (৩২) পিতা- শামসুল আলম, ২/ মোঃ মানিক (৩০) পিতা- অজ্ঞাত, ৩/ মোহাম্মদ এহেছান (৪৫) পিতা- অজ্ঞাত, ৪/ মোঃ ছোটন পিতা- মোঃ কলিম, ৫/ মোঃ পাবেল (২৫) পিতা-মোঃ মোজাম্মেল, ৬/ মোঃ আরিফ (২৬) পিতা- ভূষু মিয়া, ৭/ সাইমন ইসলাম হৃদয় (২২) পিতা- অজ্ঞাত চকোরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড পশ্চিম দিগরপানখালীর বাসিন্দা।
ঘটনার যারা সাক্ষী দিলেন- ১ বাদিনী জখমী, ২/ মোহাম্মদ তাহসিন (১৮ জখমী) পিতা- আব্দুর রহিম, ৩/ রিনা আক্তার (২২ জখমী), স্বামী- আবুল কালাম, ৪/ তাজমিনা জান্নাত (২০জখমী) স্বামী-মিজানুর রহমান, ৫/ রিফা মণি (২০জখমী) স্বামী জিহাদুল ইসলাম, ৬/ মোহাম্মদ আব্দুল হাকিম (২৬) পিতা-কবির হোছন, ৭/ মোঃ সাইফুল (২৮) পিতা- মৃত জামাল হোছন ও ৮/ মোঃ রিয়াজ উদ্দিন (১৮) পিতা অজ্ঞাত দিগরপানখালী ২নং ওয়ার্ড ফাঁসিয়াখালী ইউনিয়ন।
বাদী রাবেয়া বেগম তিনি জানান, আমার ছেলেকে গুম অপহরণ করবে বলে সন্ত্রাসীরা হুমকি প্রদর্শন করে যাচ্ছেন তাই আমিসহ আমার পরিবারের সদস্যরা প্রশাসনের মাধ্যমে আইনি সহযোগীতা কামনা করছি।