
শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন আজিজিয়া মদিনাতুল উলুম মাদরসা হেফজখানা ও এতিমখানা (ছাইরাখালী বড়ো মাদরাসার) ৩১তম বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
গতো শুক্রবার ৭নভেম্বর মাদরাসার ময়দানে বার্ষিক সভায় আশরাফুল উলুম মাদরসার পরিচালক আল্লামা আব্দুল মান্নান, মালুমঘাট চা বাগান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক আল্লামা আব্দুল্লাহ জাদীদ ও বরইতলী ফয়জুল উলুম মাদরসার পরিচালক আল্লামা শাহ আব্দুস সালাম অধিবেশন অনুসারে সভাপতিত্ব করেন।
বার্ষিক সভায় আলোচনা রাখেন রাামু উপজেলা জোয়ারিয়ানালা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হক, চট্টগ্রাম কুয়াইশ আশরাফিয়া কাছেমুল উলুম মাদরসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুস সালাম সাত্তার ইসলামাবাদী, মাওলানা মোল্লা গোলাম কিবরিয়া (নোয়াখালী), মাওলানা ক্বারী ছৈয়দুল আলম, (কক্সবাজার), মাওলানা মুহাম্মদ ছালেম আজিজ (ডুলাহাজারা), ছাইরাখালী রিয়াজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম বিন নূরী ও মাওলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন নূরী (লামা কুমারী)।
উক্ত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর হারবাংয়ের কৃতি সন্তান চকোরিয়া পেকুয়া এমপি প্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুখ, চকোরিয়া উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ছৈয়দ করীম, চকোরিয়া পৌরসভা শাখার জামায়াতে ইসলামীর আমীর সাবেক ছাত্রনেতা আরিফুল কবির আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কুতুব উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাহেদুল ইসলাম সাহেদ, চকোরিয়া উপজেলা শাখার ওলামা দলের সদস্য সচিব মাওলানা মুহাম্মদ আব্দুস সালামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবছরন্যায় এবারে ২০২৫ সালে ছাইরাখালী আজিজিয়া মদিনাতুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানা মাদরাসার পরিচালক মুহাম্মদ আব্দুল গফুরের সার্বিক তত্বাবধানে ৮জন হিফজ সমাপ্তকারীদের পাগড়ি প্রদান করা হয়।
এসময় সাংবাদিকবৃন্দ, মাদরাসার সকল শিক্ষকবৃন্দ, মাদরাসার শিক্ষার্থী ও চকোরিয়ার আলেম উলামাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।