
শেখ আহমদ মিরাজ স্টাফ রিপোর্টার।
চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসেরদিঘি সেনাক্যাম্প পার হয়ে মহাসড়কে চট্টগ্রামমুখী মারছা বাস ও কক্সবাজারমুখী প্রাইভেট কারের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটেছে।
প্রাইভেট কারে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয়েছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে আহতদের চকরিয়া ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।