
কক্স২৪নিউজ ডেস্ক।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চকরিয়া গ্রীন ভেলী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে চকরিয়া অঞ্চলের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য জনাব ডঃ এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা অফিস সম্পাদক এডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর ফরিদুল আলম প্রমুখ।