
কক্সবাজার জেলা প্রতিনিধি।
জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন যুবকরা। যুব সমাজের সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা বাংলাদেশকে বিশ্বের মাঝে উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে চাই। স্বাধীনতার পর আমাদের যুব সমাজকে বিপথগামী করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। আমাদের যুবকদের আত্মপরিচয় ও আত্মমর্যাদা ভুলিয়ে দেয়া চেষ্টা চালানো হয়েছে। নীতি নৈতিকতা আদর্শ ও সামাজিকতা কেড়ে নেয়ার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু হৃদয়ের গভীরে প্রোথিত বিশ্বাসী চেতনায় উজ্জীবিত হয়ে মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নবাজ যুবকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশকে নতুন করে সাজানোর জন্য। দুর্নীতি মূলোচ্ছেদ করার জন্য , আদর্শিক ও সামাজিক মূল্যবোধ নিশ্চিত করার জন্য। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুব সমাজকে দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
১৯ সেপ্টেম্বর বিকাল তিনটায় জামায়াতে ইসলামী ঝিলংজা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শহিদুল আলম বাহাদুর উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন , আমীর মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মোঃ সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল। আরো বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়নের নায়েব আমীর মাস্টার আবদুর রহমান,
সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হাকিম, সাংগঠনিক সেক্রেটারি ও যুব বিভাগ সভাপতি শওকত আলম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি নুরুল হক নুর, ওলামা সেক্রেটারি মওলানা আবদুল মান্নান, পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ শাহজাহান, ঝিলংজা ৫ নং ওয়ার্ড সভাপতি মওলানা সিরাজুল হক, ঝিলংজা ৮ নং ওয়ার্ড সভাপতি মওলানা আবদুল্লাহ, বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জুনাইদ বোগদাদী, ঝিলংজা ১ নং ওয়ার্ড যুব বিভাভাগের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, ২ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি জাহেদুল গণি, ৩ নং যুব জামায়াতের সভাপতি তারেক আজিজ ছিদ্দিকী, ৪ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি হাবিবুর রহমান ৫ নং যুব জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন, ৬ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবদুল জাব্বার, ৭ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি শাফায়েত আনোয়ার শাকিব, ৮ নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম ইসলাম রাশেদ, ৯ নং ওয়ার্ড যুব জামায়াতের দায়িত্বশীল মোহাম্মদ আসিফ প্রমুখ।