
কক্স২৪ নিউজ স্পোর্টস ডেস্ক।
টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস গড়লেন দুই স্প্রিন্টার। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে হয়েছেন বিশ্বের দ্রুততম মানবী। এটি শুধু এবারের চ্যাম্পিয়নশিপেই নয়, বরং নারীদের ১০০ মিটারের ইতিহাসে চতুর্থ দ্রুততম দৌড়।
অন্যদিকে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্ব মঞ্চে উজ্জ্বল হলো জ্যামাইকার নাম। ২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনার পর এটাই প্রথমবার, যখন কোনো জ্যামাইকান অ্যাথলেট বিশ্ব শিরোপা জিতলেন।
পুরুষদের ১০০ মিটারে রুপা জিতেছেন জ্যামাইকার কিশানে টম্পসন, সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। আর ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নোয়াহ লাইলস।