শেখ আহমদ মিরাজ চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা অনস্বীকার্য। যুবকরা চাইলে কি করতে পারে তা ২৪ সালের জুলাই বিপ্লবই তার প্রমাণ। তাই যুবকদের আগামীর বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান।
জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩৬ জুলাই (৫ অগাস্ট) সকালে হালিশহরে অবস্থিত টাইমআউট টার্ফে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত টুর্নামেন্টে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ৮টি সাংগঠনিক ওয়ার্ডের যুব ইউনিটগুলো অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের যুব বিভাগের দায়িত্বশীল এটিএম শফিকুল মাওলা শোভনের সঞ্চালনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, হালিশহর থানা জামায়াতের আমির ফখরে জাহান সিরাজী, হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমির আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, থানা জামায়াতের যুব বিভাগীয় দায়িত্বশীল বেলাল হোসেন, সমুদ্র অঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু রায়হান, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ, পাঠানপাড়া ওয়ার্ডের সভাপতি কারী নজরুল ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।