কক্স২৪ নিউজ ডেস্ক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে জনতা শপিং সেন্টার চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মুজাহিদ কমিটি চকরিয়া উপজেলা সভাপতি সরওয়ার আলম কুতুবীর সভাপতিত্বে সমাবেশে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা কাইছার হামিদ।
মাওলানা এহসানুল হক হাকিমির পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী চকরিয়া উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমদ কবির সিকদার।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাঃ এস.এম ইসমাইল ।
প্রধান বক্তার আলোচনা পেশ করেন বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা শওকতুল ইসলাম ।
এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা কার্যনির্বাহী সদস্য এইচ.এম শফিউল আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য রবিউল হাসান।
এছাড়া বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা উত্তর সভাপতি মাওলানা মনির উল্লাহ সিকদার, মাতামুহুরী উপজেলা সাংগঠনিক উপজেলার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, পেকুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ওসমান গনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অবিলম্বে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তারা দাবি করেন, ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল যারা সরাসরি ঘোষণা দিয়ে জুলাই গণআন্দোলনে অংশগ্রহণ করেছে।
বক্তারা আরও বলেন, যারা একসময় ছাত্র-জনতাকে রাজাকার বলেছিল এবং সেই ধিক্কার সহ্য করতে না পেরে দেশ ছেড়েছিল, আজ আবার রাজাকার-ব্যবসায় ফিরে এসেছে। কেউ যদি আবার স্বৈরাচারী রূপ ধারণ করে, তবে দেশের মানুষ আরেকটি বিপ্লব ঘটাতে প্রস্তুত।