কক্স২৪ নিউজ ডেস্ক।
টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল (মঙ্গলবার) এর এক বছর পূর্ণ হচ্ছে। যে দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই আনন্দঘন মূহূর্তের মধ্যেই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!