কক্স২৪ নিউজ ডে
কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েত।
শনিবার (২ আগস্ট) বিকাল ৩টায় উখিয়া সদর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন জামে মসজিদের সামনে পথসভায় রূপ নেয়। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণমিছিল কোটবাজার পর্যন্ত এগিয়ে যায়। পুরো পথজুড়ে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে সড়ক পরিণত হয় জনসমুদ্রে।
কোটবাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নূর আহম্মেদ আনোয়ারী,
উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল, জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক এবং সাধারণ সম্পাদক সুলতান আহমদসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা এবং সাংবিধানিক অধিকার চরমভাবে উপেক্ষিত হচ্ছে। এসব ইস্যুতে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াত মাঠে আছে এবং থাকবে।
পথসভায় বক্তৃতা চলাকালে পুরো কোটবাজার চত্বর ও আশপাশের এলাকা উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এক বিরল দৃশ্যপটে পরিণত হয়।
স্থানীয়দের অভিমত, এটি উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে অন্যতম বৃহৎ ও স্মরণীয় রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।