কক্স২৪ নিউজ ডেস্ক।
চট্টগ্রামের বাঁশখালীতে ১৪ তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি প্রদান ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় উপজেলার কালীপুরস্থ নুরজাহান কনভেনশন সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম মেট্রো, চট্টগ্রাম দক্ষিণ ও কক্সবাজার জেলা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরিচালক ও আল-আমিন সংঘ এর চেয়ারম্যান জহির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির
যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,বাঁশখালী পৌরসভার সাবেক মেয়ের আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী,বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফররুখ আহমদ (ফারুখ),বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী অধুনিক হাসপাতাল চেয়ারম্যান এনামুল হক জেহাদি,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম,চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান আরিফ,টেকনাফ নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়ের মাহামুদুল ইসলাম চৌধুরীর সন্তান মাহতাবউদ্দীत মাহমুদ চৌধুরী ,সাতকানিয়াদেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম,রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী,বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ জয়নাল আবেদিন,পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান প্রমূখ ব্যক্তিবর্গ।
শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আগত অতিথিরা ও অভিভাবকরা অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করেন।এবং ভবিষ্যতে আরো সুন্দর সফলতা কামনা করেন।