শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চকরিয়া পৌরসভা বিএনপি’র আওতাধীন ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০জুলাই বিকাল ৫টার দিকে চকরিয়া মৌলভীরকুম বাজার স্টেশন এলাকায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড “খ” শাখা বিএনপির সভাপতি জনাব ইদ্রীস আহমদ সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এর সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি’র সভাপতি জনাব আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, পৌরসভা বিএনপি’র যুগ্ম সম্পাদক আক্তার ফারুক খোকন, সহ-সভাপতি শেখ আহমদ, উপদেষ্টা জনাব আলহাজ্ব শাহাজাহান, প্রচার সম্পাদক এম. কাইসার হামিদ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, কৃষকদলের আহবায়ক জালাল উদ্দীন ছুট্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনোহর আলম মনু, ছাত্রদলের সাবেক আহবায়ক সাইমুল হাসান জামশেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম প্রমুখ। এছাড়াও উক্ত প্রতিনিধি সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।