চকরিয়া পৌরসভা প্রতিনিধি।
নূরানী মাদ্রাসা ভিত্তিক সংগঠন নূরানী তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম সরাসরি তত্ত্বাবধানে চকরিয়া দিনব্যাপী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
আজ সকাল ৮টা ৩০ মিনিট হইতে চিরিঙ্গা এমদাদুল উলুম মাদ্রাসায় এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে চকরিয়া উপজেলার প্রায় ১৫৩টি নূরানী মাদ্রাসা ৫ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ পরিচালনা করেন নূরানী তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর সম্মানিত মাস্টার ট্রেইনার মাওলানা মনির সাহেব,মাওলানা ইমরান সাহেব,মাওলানা আসেফ সাহেব।
প্রশিক্ষণ শেষে চিরিঙ্গা মাদ্রাসার সদরে মুহতামিম প্রবীন আলেমেদ্বীন জনাব মাওলানা সোলাইমান সাহেব প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য হেদায়েতি বক্তব্য রাখেন। তিনি নূরানী মুয়াল্লিমদের আরো খুলুসিয়াত নিয়ে দ্বীনের জিম্মাদারি পালন করার আহবান জানান।