মহেশখালী প্রতিনিধি।
গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আজ দুপুর ১২টায় গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবু সৃষ্টি দে, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব জিয়া উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক। তিনি বলেন:
“শিক্ষার্থীদের উন্নয়নে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কার্যকর পরিবর্তন সম্ভব নয়। নিয়মিত পাঠদান, অনুপস্থিতি রোধ এবং নৈতিক শিক্ষার দিকেও আমাদের নজর দিতে হবে।”
সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের ফলাফল, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, পরীক্ষার প্রস্তুতি এবং শৃঙ্খলার বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষকদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন সমাবেশে। সব শ্রেণির বেঞ্চ ছিল পূর্ণ, যা অভিভাবকদের সচেতনতা ও আগ্রহের প্রকাশ বহন করে।
সমাবেশের শেষে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং আগামী শিক্ষাবর্ষে আরও কার্যকর পরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হয়।