
কক্স২৪নিউজ ডেস্ক।
কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সাপমারার ডেইলস্থ আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের মূলহোতা ও প্রধান আসামী মোঃ দলিলুর রহমান(৩১) র্যাব-১৫ এবং র্যাব-৯ এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার।
ঘটনা সূত্রে জানা যায়, আসামীগণের সহিত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার ফলে ঘটনার দিন গত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ ভিকটিম মোঃ শের আলী বিকাল আনুমানিক ১৬৩০ ঘটিকার সময় মহেশখালী থানার সাপমারার ডেইল জামে মসজিদ হতে আসরের নামাজ আদায় করে বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় জামে মসজিদ হতে পায়ে হেটে নিজ বাড়ি যাওয়ার পথে আসামীগণের বসত বাড়ির ঘাটায় চলাচলের রাস্তার উপর পৌঁছালে, আসামীগণ তাদের দলীয় আরো ৭/৮ জন অবৈধ অস্ত্রধারী আসামীসহ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বে-আইনি দেশীয় অস্ত্র কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটাসহ আক্রমণ করে। ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে আসামীদের হাতে থাকা ছোরা দিয়ে ভিকটিমের মাথায় ঘাই মেরে মাথার ডান পাশে রগ ও হাড় কাটা গুরুতর জখম করে এবং লোহার রড দ্বারা স্বজোড়ে মাথার বাম পাশে আঘাত করলে ভিকটিম মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সকল আসামীগণ হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে জখম করে। মামলার বাদী উক্ত ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ শের আলী গত ০২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও প্রকাশিত হয়। এই ঘটনায় মহশেখালী থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
এরই ধারাবাহিকতায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে ব্যাটালিয়ন সদর, র্যাব-১৫, কক্সবাজার ও সিপিসি-৩, র্যাব-৯, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভাস্থ রেল স্টেশনের সামনে পার্কিং হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মোঃ শের আলী হত্যা ১নং এজাহার নামীয় আসামী মোঃ দলিলুর রহমান (৩১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলমত সমূহঃ
ক) Vivo এন্ড্রয়েট ফোন ০১ (এক) টি।
খ) নগদ ৮,৬১০/- (আট হাজার ছয়শত দশ) টাকা।
গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়ঃ
১) মোঃ দলিলুর রহমান (৩১), পিতা-মৃত কাশেম আলী, সাং-সাপমারার ডেইল, ৯নং ওয়ার্ড, ধলঘাটা ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।