
কক্স২৪নিউজ ডেস্ক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য নিয়ে নানা আলোচনা হচ্ছে। আরটিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড এর তথ্য দেখে রিজভী জামায়াত-শিবির নিয়ে বক্তব্য দেন। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ফেসবুকে আরটিভির লোগোযুক্ত কার্ডের ওপর ভিত্তি করেই হাদির ওপর হামলাকারীরা জামায়াত-শিবিরে লোক বলে দাবি করেছিলেন। তিনি বলেন, গাড়িতে যাওয়ার সময় ফেসবুকে আরটিভির লোগোসহ কার্ড দেখি। সেটা দেখেই আমি এই কথা বলেছি। ওই সময় তো আর এতো যাচাই-বাছাই করা যায় না। ওদিকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করেন রিজভী।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এবং এছাড়াও শরিফ ওসমান হাদিকে আক্রমণকারি একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু’র ভিপি’র চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ দুইটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড।Fact চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে শনিবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় বক্তব্য রাখি। এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দু:খিত।