শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকোরিয়া উপজেলাস্থ চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে আগামী ২৩আগষ্ট বিএনপির কাউন্সিল ও সম্মেলনের জন্য প্রস্তুতি সভার আয়োজন করেছে।
বৃহস্পতিবার ১৪আগষ্ট সকাল ৯টায় চকোরিয়া উপজেলাস্থ চিরিঙ্গা ইউনিয়ন হোছাইনিয়া দারুত তৌহিদী একাডেমী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড শাখার সভাপতি আখতার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনছুর আলমের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন চকোরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সহ-সভাপতি চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার ও চকোরিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হাফেজ।
এসময় চকোরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ সরওয়ার আলম ছরু, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ও চিরিঙ্গা ইউনিয়ন মহিলা দলের আহবায়ক ইয়াসমিন আক্তার, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুনবী, চিরিঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাজেম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন যুবদলের নেতা মুহাম্মদ জালাল উদ্দীনসহ স্থানীয় বিএনপির অংগ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রস্তুতি সভার শেষে ২৩আগষ্ট বিএনপির সম্মেলনের জন্য গণসংযোগ করেন বিএনপি নেতা মুহাম্মদ আব্দুল হাফেজসহ নেতৃবৃন্দ।