কক্স২৪ নিউজ ডেস্ক।
কক্সবাজার বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপি’র সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩ আগস্ট মহেশখালীতে শহীদ শফিউল আলম শফির ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ওসিকে ল্যাংটা করে বের করে দেয়ার হুমকি দেন।