
চট্টগ্রাম অঞ্চল প্রতিনিধি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ২০২৬ সালের প্রকাশনীসামগ্রী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে মাঠে-ময়দানে, রাজপথে, আন্দোলন-সংগ্রামে যেমন ফেডারেশন সাহসী ভূমিকা রাখছে, তেমনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ইস্যুতেও ফেডারেশন সবসময় সরব। পাশাপাশি শ্রমিকদের নৈতিক মান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও ফেডারেশন ভূমিকা রাখছে। ফেডারেশনের প্রকাশনীসামগ্রী সেই বহুমুখী কার্যক্রমেরই অংশ। ২০২৬ সালের জন্য উৎপাদিত নববর্ষের এসব প্রকাশনী শ্রমিকদের মাঝে অধিকারসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। দেশ ও জাতির জন্য কাজ করতে শ্রমিক-মেহনতি মানুষদের অনুপ্রেরণা জোগাবে।
আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালখানস্থ মহানগরী দপ্তরে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির, পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ।
ফেডারেশনের নগর কমিটির সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম আদনান, অফিস সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জি: সাইফুল ইসলাম, আইন আদালত সম্পাদক সাব্বির আহমদ উসমানি, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।