
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম তার নিজ দল বিলুপ্তি করে বিএনপিতে যোগ দিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটিতে যোগ দেন।
এসময় যোগদান অনুষ্ঠান সেলিম বলেন, বিএনপির হাতকে ও জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করার জন্য বিএনপিতে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন এটা একটা ম্যাসেজ। জাতীয় প্রেক্ষাপটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।
এসময় বিএনপিতে যোগ দেওয়ায় সেলিমকে স্বাগত জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।