
কক্স২৪নিউজ ডেস্ক।
আজ ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের এক সমাবেশ জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
বৈঠকে জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, লালমনিরহাট শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমীর মাওলানা মাহিবুর রহমানসহ লালমনিরহাট-৩ (সদর) আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ (পুরুষ ও মহিলা), ছাত্র-শ্রমিক উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনপূর্বক নতুন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রশিবির নেতা এ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত সবাই আল-হামদুলিল্লাহ বলে নতুন প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য ঊর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলা জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। আগামী সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ঘুষ-দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও দখলমুক্ত সর্বোপরি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি লালমনিরহাট জেলাবাসীর প্রত্যাশা পূরণে তারুণ্যের প্রতীক এডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী তৎপরতা জোরদার করার জন্য উপস্থিত দায়িত্বশীলদের প্রতি তিনি আহ্বান জানান।